
বগুড়া ধুনটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ধুনট উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আয়োজক অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার এর সভাপতি নাহিদ হাসান রবিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃত ব্যক্তিত্ব প্রকৌশলী আলী আহমেদ। এইচ আলীমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এ.জি.এম বাদশাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীন নাহার। এসময় সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সহ-সভাপতি সেলিনা সুলতানা লিখন, সাধরণ সম্পাদক লতিফ আদনান, উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ শতাধিক লেখক ও শিল্প-সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে লেখকরা ধুনটের যমুনা নদী ভ্রমণে যান। ভ্রমণ শেষে বেলা দুইটায় কাজিপুরের হরিনাথপুর জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুল চত্বরে স্বরচিত কবিতা পাঠের আসর হয়। এসময় সেখানে কবিতা শোনার জন্য কয়েকশ লোকের সমাগম ঘটে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।