বোদায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক কর্মশালা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাত্ততা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গত সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যানের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশি, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল ও মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি কর্তকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন খাদ্য ব্যবসায়ীরা অংশ নেয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।