ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গত সোমবার ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানকে আইনশৃঙ্খলার প্রতি দৃষ্টি রাখতে হবে। যাতে এলাকায় কোন চুরি-ডাকাতি বা নাশকতার ঘটনা না ঘটে। পাশাপাশি চোরাচালান দমনেও সকলকে একযোগে কাজ করতে হবে।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হাসানুল মোবিন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন চৌধুরী, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা স্যানেটারি পরিদর্শক শ্রী জগদীশ চন্দ্র মহন্ত, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শামসুদ্দোহা, ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক সুবেদার মামুন শিকদার, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন সহ আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।