খিলগাঁও থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মোছা. হাসনা আক্তার ওরফে পুতুল (৩২), মোছা. সাথী আক্তার (২৬) ও মো. ফরহাদ হোসেন (৪২)। গতকাল বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা লালবাগবিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, আসামিরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসতেন। এরপর তারা ইয়াবা খুচরা মূল্যে বিক্রি করতেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে আটক ৬৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৭৫৪ পিস ইয়াবা, ২৫৩ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ২৯ কেজি গাঁজা, ছয় বোতল বিদেশি মদ, ২০৭ বোতল ফেনসিডিল ও ১১২ ইনজেকশন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।