গৌরনদীতে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে এক সাংবাদিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় হামলাকারীরা সাংবাদিক ফারুক হাসানের চাচাতো ভাই সুমন মোল্লার বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুমন মোল্লার মা রানু বেগম বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক মাস পূর্বে পৌরসভার লাখেরাজ কসবা এলাকার কুদ্দুস ফকিরের ছেলে কাওছার ফকির আমাদের বরিশাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোল্লা ফারুক হাসানের বাড়ির পাশে বালু ভড়াট করার একটি ড্রেজার মেশিন বসায়। অতিরিক্ত শব্দে স্থানীয় বয়স্ক, শিশু ও শিক্ষার্থীদের লেখাপড়া, ঘুম, নামাজ পড়াসহ শব্দ দূষণের কারণে ড্রেজার মেশিনের শব্দ কমানোর জন্য বলেন মোল্লা ফারুক হাসান। এর জেরধরে গত মঙ্গলবার বিকেলে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের চাচাতো ভাই সুমন মোল্লার সঙ্গে কাওছার ফকিরের বাকবিত-া হয়। এ সময় কাওছার ফকির ও তার সহযোগীরা সুমনকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে চলে যায়। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে আটটার দিকে কাওছার ফকিরের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিক ফারুকের চাচাতো ভাই সুমন মোল্লার বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সুমনের মা-বোন ও স্ত্রীকে পিটিয়ে আহত করে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।