ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মহানগর শাখার নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর শাখার সভাপতি পদে মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান দীপু নির্বাচিত হয়েছেন। গত শনিবার প্রতিষ্ঠানটির পশ্চিম ধানম-ির জাফরাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে তারা নির্বাচিত হন।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে মো. ওবায়দুল্লাহ, সহসভাপতি আফরোজা খানম পলি, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক এইচ এম কাওসার আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, অর্থ সম্পাদক মো. খায়রুল কবির আফ্রাদ, দফতর সম্পাদক নুসরাত জাহান লিপি নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক ফাতেমা, চাকরি ও আইন বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে রুনা ফাহিমা বেগম, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইসরাত জাহান মুনমুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসা. ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা আখতার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা আক্তার এবং নির্বাহী সদস্য পদে সীমা চন্দ নির্বাচিত হয়েছেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।