সাংবাদিক নাসির উদ্দিনের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে'র শোক
স্টাফ রিপোর্টার
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য নাসির উদ্দিনের (৫৯) মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ডিইউজে।
গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রয়াত নাসির উদ্দিন ছিলেন পেশাদার সাংবাদিকতার এক উজ্জ্বল নাম। তার মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। বিবৃতিতে নেতারা নাসির উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত শনিবার রাতে নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন। রাজধানীর মিরপুরের বাসভবনে শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে হার্ট ফাউন্ডেশনে নেয়ার পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঐদিন রাতেই তার মৃতদেহ সাতক্ষীরা জেলার তালা উপজেলাস্থ তেঁতুলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জীবদ্দশায় নাসির উদ্দিন দি নিউ নেশন, কালের কণ্ঠ, বাংলাদেশের খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।