কালীগঞ্জে বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক, ডাকাতি ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামিকে আটক করেছে বলে থানা সূত্রে জানা যায়। গতকাল শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে
প্রেরণ করেন থানা পুলিশ। আটককৃতরা হলেন-রায়হান বেপারী, মো. হারুন, আওলাদ হোসেন, মো. রনি, মোসলেহউদ্দিন, অপু আল মৃধা, প্রশান্ত ক্রশ, মন রোজারিও, নাদিম উল্লাহ, মো. মাসুম, মো. মাসুম (২), মো. আবুল হোসেন শেখ ও ইলিয়াস মিয়া। এই সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, কালীগঞ্জ থানা পুলিশ কালীগঞ্জ পৌর ও বিভিন্ন ইউনিয়নে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করে । শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।