সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আকাশ কিংবা স্থলপথে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নতুন করে আসাদ বাহিনীর হামলায় আর একজন তুর্কি সেনা আহত হলে এ হামলা চালানো হবে বলে জানান তিনি। এদিকে, চলমান পরিস্থিতিতে ইদলিবে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। এরমধ্যেই, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে মার্কিন সেনার গুলিতে একজন নিহত হয়েছে।
বুধবারও সিরীয় সেনাবাহিনীর অভিযানের মুখে ইদলিব থেকে জীবন বাঁচাতে পালিয়েছে হাজারো মানুষ। যারা এখনো রয়ে গেছে তাদের মধ্যেও কাজ করছে আতঙ্ক। এদিন তুরস্কের রাজধানী আঙ্কারায় একে পার্টির এক সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বলেন, চলতি মাসেই ইদলিবের তুর্কি ফাঁড়ির আশপাশ থেকে আসাদ বাহিনীকে হটাতে বন্ধপরিকর তুর্কি সেনারা। এমনকি সিরীয় সেনাদের মোকাবিলায় তুর্কি বাহিনীকে সহযোগিতার জন্য ইদলিবের বিদ্রোহীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি দিলেও, সিরিয়ার চলমান পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তার সরকার। এমনকি সিরিয়ায় একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, সিরিয়ার কুর্দি অধ্যুষিত কামিশলি এলাকায় সাধারণ মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে মার্কিন সেনাদের বিরুদ্ধে। এ ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।