রাজশাহীতে হাসপাতাল থেকে লাশ নেয়ার সময় চাঁদা দাবি গ্রেফতার ৭
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে স্বজনদের গাড়িতে মৃতের লাশ নেয়ার সময় আটকে চাঁদা দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা লাশ বহনকারী গাড়ির সংঘবদ্ধ চাঁদাবাজ ও দালাল চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ (৩২), মো. রাজন (৩৫), মো. বাদশা (৪০), এমদাদুল হক (৪০), মো. বিপ্লব (৫০), জাহিদ হাসান (২৬) ও জানারুল ইসলাম (২৮)। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। গতকাল সোমবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, গত রোববার বিকেলে নগরীর লক্ষ্মীপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন নামে মেহেরপুরের এক ব্যক্তি মারা যান। তখন স্বজনরা নিজস্ব গাড়িতে করে লাশটি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই মুহূর্তে আব্দুল্লাহ ও রাজন
তাদের পথ আটকান। তাদের ভাষ্য, এখান থেকে কোনো লাশ নিজ এলাকায় নিয়ে যেতে হলে তাদের রাজশাহীর লাশবাহী অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যেতে হবে। তা না হলে তাদের লাশ বহনকারী মাইক্রো সমিতিকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এভাবে তারা লাশ আটকে চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে মৃত ব্যক্তির স্বজনরা আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) খবর দেন। প্রথমে আব্দুল্লাহ ও রাজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য পাঁচজনকে আটক করা হয়। এরপর মৃত ব্যক্তির স্বজনরা লাশটি বাড়ি নিয়ে যান। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র বলেন, চাঁদাবাজ গাড়িচালক চক্রের বিষয়ে অভিযোগ পেয়ে গোয়েন্দা টিম তাদের সঙ্গে সঙ্গে আটক করে। আটক ওই সাতজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও এমন ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।