কাঠমান্ডু মেডিক্যাল কলেজে ভর্তি আহতদের তালিকা
জনতা ডেস্ক
নেপালে ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন- হরিশংকর পৌদেল (৩৫), রাকিবুল হাসান, প্রিথুলা রশিদ, প্রবিণ চিৎকার (৩৮), সাজানা দেবকতা (৩০),
খাজা হোসাইন (৩৫)-সহ অজ্ঞাত পরিচয় ২ জন। আইসিইউতে আছেন, ইমরান কবীর, পিনচি ধামী ও সামিনা ব্যাঞ্জনকর।
এসএইচসিইউতে আছেন, কবীর হোসাইন ও রশিদ হাসান। সার্জারি ওয়ার্ডে আছেন, মেহেদি হাসান ও রিজানা আব্দুল্লাহ। অর্থপেডিক বিভাগে আছেন, ধীরেন্দ্র সিং পুজানা (৩৭) ও স্বর্ণা (২২)। প্লাস্টিক ওয়ার্ডে আছেন শাহারিন আহমেদ।
নিউরো সার্জারিতে আছেন এমডি শাহীন। এছাড়াও কিশোর ত্রিপাতি (৪০), হরি প্রসাদ সুবেদী (৪০), দয়ারাম ত্রামাকার (৪০) ও কেশন পা-ে (৪৮) হাসপাতালে ভর্তি রয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।