গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ১৩ মার্চ মঙ্গলবার। আজ জাতীয় সংসদের দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রশাসন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। ভোটকেন্দ্রগুলো ও ভোটারদের নিরাপত্তা নিণ্ডিু করণে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪০টি টিম সার্বক্ষনিক টহলে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা
বিধানে ১ হাজার ৭'শ ৬০ জন পুলিশ ও ৮'শ ৭২ জন আনছার সদস্য নিয়োজিত আছেন। এ নির্বাচনে ১'শ ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি অধিক ঝুকিপূর্ণ ও ২৬টি ভোট কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ বলে সনাক্ত করেছেন প্রশাসন। এদিকে ১'শ ৯ জন প্রিজাইডিং, ৬'শ ৪৭ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ২'শ ৯৪ পুলিং কর্মকর্তা ভোট কার্যে নিয়োজিত রয়েছেন। এ নির্বাচনে ৩ লাখ ৩৮ হাজার ৫'শ ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৯'শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ৬'শ ২২ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া জানান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন অবস্থায় নির্বাচন উপহার দিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। গত বছরের ১৯ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে জাতীয় সংসদের এ আসনটি শূণ্য হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।