কচুয়ায় চেতনা বহুমুখী সমবায় সমিতি গ্রাহকদের প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও
কুমিল্লা থেকে মো. সফিকুল ইসলাম মোল্লা
চাঁদপুরের কচুয়ার মাসনিগাছা চেতনা বহুমুখী সমবায় সমিতি লিঃ নামের হায় হায় কোম্পানী গ্রাহকদের সঞ্চয় ও আমানতের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সঞ্চয় ও আমানতের জমাকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে গত শনিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও ক্ষোভে ফুঁসে উঠেছে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা।
জানাগেছে, ২০০৭ সালে ১৯ জন পরিচালক নিয়ে এ সমিতিটি কার্যক্রম চালু হয়। পরিচালানা বোর্ডের সভাপতি মাসনিগাছা গ্রামের হেলাল উদ্দিন, সম্পাদক মাসুদ মিয়া, সহ-সভাপতি জিয়াউল হক ও হিসাব নিরীক্ষক মাইনউদ্দিন মজুমদার। এ সমিতির কচুয়া ও রহিমানগর বাজারে আরো দুটি শাখা রয়েছে। মাসনিগাছা সমিতিতে রয়েছে সহস্রাধিক গ্রাহক।
ক্ষতিগ্রস্থ একাধিক গ্রাহক জানান, প্রথম কয়েক বছর সমিতির কার্যক্রম নিয়মমত চলছিল। আমাদের অধিক মুনাফার লোভ দেখিয়ে সমিতি'র কর্মকর্তারা সঞ্চয় ও ঋন দেওয়ার প্রলোবন দেখিয়ে প্রায় ২ কোটি টাকা নিয়ে ২০১৫ সালের শেষের দিকে কর্মকর্তারা গা ঢাকা দিয়েছে।
সমিতির পরিচালক মাসনিগাছা গ্রামের অধিবাসী মো. আনোয়ার হোসেন ও দুলাল মিয়া জানান, তারা নামেমাত্র পরিচালক। মূলত এ সমিতির সভাপতি ও সেক্রেটারি সহ ৫-৬ জন ব্যক্তি অর্থ আদায় ও নিয়ন্ত্রণ করতো। এই দুই পরিচালক আর দাবি করেন যে, তারা ৬-৭ লাখ টাকা করে সমিতিতে পুঁজি বিনিয়োগ করেছেন। তাদের বিনিয়োগকৃত টাকা ফিরিয়ে পাওয়ার কোনো আশার আলো দেখছেন না। পরিচালক আনোয়ার হোসেন আরও জানান অর্থ নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা তাকেও এলাকা থেকে গা ডাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এদিকে চরম ক্ষোভে ফেটে পড়ছে সহস্রাধিক গ্রাহকরা। এ ব্যাপারে কচুয়া উপজেলা সমাবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ঐ সমিতির কর্মকা- সমিতির গ্রাহকরা আমাকে মৌখিকভাবে জানালে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।