নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতের
ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেপালের স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় (সিঙ্গাপুর সময় ৭:৫০টায়) সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে আলাপ করেন। ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সাথে সাথে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এছাড়া প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
খাদগা প্রসাদ শর্মা অলি প্রধানমন্ত্রীকে জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। নেপালের কাঠমান্ডুতে ঢাকা থেকে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।