রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে ভয়াবহ অগি্নকা-ের ঘটনা ঘটেছে। আগুনে কয়েক হাজার বস্তি ঘর পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ অগি্নকা-ের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট চেষ্টা চালিয়ে সোমবার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াছ আলী মোল্লা বস্তিতে গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় রাত পৌনে ৪টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে
এসে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে আরও বেশ কিছু সময় লেগে যায়। ততক্ষণে সারা বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান জানান, আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে প্রথমে ১৩টি ইউনিট কাজ শুরু করে। এরপর সাতটি ও পরে আরও একটি ইউনিট বাড়ানো হয়। তারা প্রায় তিন ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে সকাল ৭টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগে।
ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, বস্তিটিতে যদি আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া যেতো তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো ও আরও অনেক আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যেতো। কিন্তু দেরিতে খবর পাওয়ায় সেটা সম্ভব হয়নি। তিনি বলেন, এখানে আগুন লাগে রাত সাড়ে ৩টার দিকে। কিন্তু আমাদের খবর দেয়া হয় ৪টার পর। ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে আরও কিছু সময় তো লাগেই। এর মধ্যে আগুন পুরোপুরি লেগে যায় বস্তিতে। তিনি বলেন, এখন পর্যন্ত আগুনে দগ্ধ এক মহিলাকে ঢামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে। নিহত কিংবা হতাহতের কোনো সংবাদ আমরা পাইনি।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।