রামগঞ্জে ভ্রাম্যমাণ গ্যাস পাম্প জনমনে আতঙ্ক
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে কভারভ্যানে ভ্রাম্যমাণ গ্যাস পাম্প নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এই নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই বলে জানান রামগঞ্জবাসী। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পৌরশহরের আংঙ্গারপাড়ার জোড়কবর নামক স্থানে গত ১৯ ফেব্রুয়ারি স্বদেশ গ্লোরী নামে সি.ভি.জি গ্যাস স্টেশনের যাত্রা শুরু হয়। এর পর থেকে ভ্রাম্যমাণ সিলিন্ডারের মাধ্যমে সি এন জি অটোরিকশায় গ্যাস
সরবরাহ করে আসছে। সরেজমিনে দেখা যায়, সি এন জি সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন, ভিতরে ঢুকতেই রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের উপরে রাখা কাভার্ডভ্যানের পিছনে পাইপ লাইন দিয়ে গ্যাস সরাসরি সরবরাহ করা হচ্ছে সি এন জি সহ অন্যান্য যানবাহনে রাখা গ্যাস সিলিন্ডারগুলোতে।
গ্যাস পাম্প পরিচালক সদস্য মজিবুল্লা পাটওয়ারী বলেন, পাম্পটি আমরা জনস্বার্থেই করেছি। বাখারাবাদ গ্যাস কম্পানির লোকও এখানে এসে সি এন জি চালক ও এলাকাবাসী হাতে নাজেহাল হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করে। এব্যাপারে জানতে চাইলে বাখরাবাদ গ্যাস কম্পানি লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক আলতাব হোসেন বলেন, এ ধরনের গ্যাস পাম্প সম্পূর্ণ অবৈধ। ভ্রাম্যমাণ গ্যাস সরবরাহের বিষয়টি আমরা জানার পর গত ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিপত্র জারি করেছি।
বাখরাবাদ গ্যাস কুমিল্লা অঞ্চলের জি এম মার্কেটিং মাহাবুবুর রহমান জানান, এভাবে কাভার্ডভ্যানে করে গ্যাস সরবরাহ নিষিদ্ধ। এধরনের গ্যাস পাম্প খুবই শক্তিশালী বোমা উক্ত পাম্প মালিকের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।