মদনে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত বসত ঘর ভাঙচুর
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে পিটিয়ে আহত করে বসত ঘর ভাঙচুর করেছে বলে এক খবর পাওয়া গেছে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে হাফেজ জালাল উদ্দিন, কবিতা ও ললিতা আহত হয়। আহত ৪জন কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা
যায়, উপজেলার মাঘনা গ্রামে বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের নাতি জুনায়েদের(৭) সাথে একই গ্রামের কবিরের ছেলে আলীর (৮) তর্ক-বিতর্কের এক পর্যায়ের মারপিঠের ঘটনা ঘটে। এরই জের ধরে ঐ রাতে কবির, আহাদসহ ৮/১০ জন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকর বসতঘরে হামলা করে ঘর ভাঙচুর ও তাকে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে হাফেজ জালাল উদ্দিন,কবিতা ও ললিতা আহত হয়।
প্রত্যেক্ষদর্শী ললিতা জানান, শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে গত বুধবার রাতে মুক্তিযোদ্ধা মালেকের বসত ঘরে তাকে মারপিট করতে থাকলে আমি, হাফেজ জালাল উদ্দিন ও কবিতা ঘটনা স্থলে হাজির হলে আমাদেরকেও মারপিট করে। আমারা বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ন্যক্কারজনক ঘটনার ন্যায় বিচার চাই।
ওসি মো. রমিজুল হক মুক্তিযোদ্ধা আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।