টাকা দিয়েও ভিজিডি ও বয়স্কভাতা কার্ড পেলো না প্রতিবন্ধী পরিবার
গৌরীপুর (ময়মনসিংহ) থেকে শেখ বিপ্লব
ইউনিয়ন পরিষদ সদস্য এক প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েও দেননি ভিজিডি ও বয়স্কভাতার কার্ড। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামে।
উল্লেখিত গ্রামের মো. ইসলাম উদ্দিনের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি রসুল মিয়া ও তার স্ত্রী অঙ্গপ্রতিবন্ধী সাবিনা ইয়াসমিন বলেনি, আজ থেকে প্রায় ৮ মাস পূর্বে এ ওয়ার্ডের
মেম্বা্র কামরুল আমাদের কা্ছ থেকে ভিজিডি কার্ড করে দেয়ার নামে ৪ হাজার টাকা নেয়। ৮ মাস অতিবাহিত হওয়ার পরও কার্ড তো দুরের কথা টাকাটাও ফেরত দেয়নি। ভিজিডি কার্ডের টাকা নেয়ার ১ মাস পরে রসুলের মা চানবানুর (৭০) কাছ থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে নগদ ৪ হাজার ৭ শ টাকা নেয়। সেও পায়নি তার বয়স্ক ভাতার কার্ড আর ফেরত পাইনি মেম্বারকে দেয়া টাকা। চানবানু আরো জানান মেম্বার পাস করার পরেই টিউবওয়েলের জন্য এই মেম্বার ২ হাজার টাকা আমার কাছ থেকে নেয়। সে টাকা আড়াই বছর পরে ফেরত নেই, সে আমায় কল দেয়নি।
বৃদ্ধা চানবানু ছাড়া তার স্বামী, ছেলে ও ছেলের বৌ প্রতিবন্ধী। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করানো হয়েছে কি-না জানতে চাইলে তারা বলেন, না এলাকাবাসী জানে। এ ব্যাপারে ইউপি সদস্য কামরুলের সাথে কথা বললে তিনি টিউবওয়েলের টাকা ফেরতের কথা স্বীকার করে এবং অন্য সব অভিযোগ মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।