রেশম চাষে দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক পরিবর্তন করা সম্ভব
মহাপরিচালক রেশম উন্নয়ন বোর্ড
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মুঃ আব্দুল হাকিম বলেন- রেশম চাষে বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হওয়া সম্ভব। রেশম চাষ অত্যন্ত লাভজনক। কম শ্রম ও অল্প পুঁজিতে রেশম চাষে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। এছাড়া রেশম সুতার বাজার মূল্য বেশি হওয়ায় তুত চাষ করে দারিদ্র বিমোচনসহ অর্থনৈতিক পরিবর্তন করাও সম্ভব। রেশমের চাহিদা পূরণে এ শিল্প উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর চারটি উপজেলায় রেশম পল্লী রেশমের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার বিশ্বাস। তিনি গত বুধবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রেশম র্যালি ও চাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে এসে মিলিত হয়। রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক এম আসিফ মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. আবুল কালাম বারী পাইলট, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, জলঢাকা ও নীলফামারী সদরের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদৌলা, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগের আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ পরিচালক সাজেদুর রহমান। রেশম ও তুত চাষিদের মধ্যে বক্তব্য দেন একরামুল হক, সাংবাদিক শামীম হোসেন বাবু ও মাহমুদুল হোসেন শিহাব।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।