রাণীশংকৈলে ইএসডিও'র দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ১০ এপ্রিল ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এরিয়া অফিস শুভ দ্বারোদঘাটন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। এসময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য মানবীয় অর্থনীতিবীদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ'র সহধমিণী, ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম, হরিপুর ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সংস্থার এপিসি মনছুর আলীসহ ইউপি চেয়ারম্যানরা ও সংস্থার কর্মকর্তারা।
অপরদিকে ইএসডিও'র বাচোর ইউনিয়নে সমৃদ্ধি প্রকল্পের বাড়ি, স্যাটেলাইট ক্যাম্প, আদিবাসী স্কুল ও স্যানিটেশন এবং প্রেমদিপ প্রকল্পের মাঠপর্যায়ে পরির্দশন করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।