কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মামলার বাদীকে খুনের হুমকি
কুড়িগ্রাম থেকে শাহীন আহমেদ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমার বিরোধে বাড়িতে অগি্নসংযোগ মামলার আসামিরা মামলা তুলে না নিলে বাদীকে খুন করার হুমকি দিয়েছে বলে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছে বাদী আহের আলী। অভিযোগকারী জানান, আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
থাকা সত্ত্বেও পুলিশ গ্রেফতার না করায় আসামীরা উল্টো মামলা তুলে না নিলে আমাকে খুন করার হুমকি দিচ্ছে। বিষয়টি আমি রংপুর বিভাগীয় ডেপুটি পুলিশ কমিশনার, কুড়িগ্রাম জেলা প্রশাসক, কুড়িগ্রাম পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছি।
এলাকাবাসী ও ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র দিনমজুর আহের আলীর ক্রয়কৃত জমিতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের পুত্র আব্দুল কদ্দুস (৩৬), আব্দুস ছালামের পুত্র বাবু মিয়া, তোফাজ্জল হোসেনের পুত্র বেলাল হোসেন তার দলবল নিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর জবর দখল করে নেয়ার জন্য আহের আলীর বাড়ির লোকজনকে মারপিট করে এবং নারীদের শ্লীলতাহানিসহ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ মারপিট ও আগুন দেখে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে ভূুরুঙ্গামারী থানায় একটি মামলা করা হয় মামলা নং ১২৮(৩)/১ তারিখ-১৩/০১/১৮। থানা পুলিশ আসামী খোকা মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র জানান, আসামী কুদ্দুস, আল-আমিন, ছাত্তার ও বাবু মিয়া ছাড়া বাকি আসামিরা জামিনে আছেন। এদিকে অন্য একটি মামলায় কুড়িগ্রাম ম্যাজিস্ট্রেট আহের আলীর পক্ষে তদন্ত রিপোর্ট প্রদান করায় আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে ৪৮ ঘন্টার মধ্যে মামলা তুলে না নিলে আহের আলীকে খুন করা হবে বলে হুমকি দিচ্ছে। আহের আলী বলেন, আসামীদের অনবরত হুমকির মুখে পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার আসামী আব্দুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে 'ওই জমি তার কেনা বলে তিনি দাবি করেন। মামলার তদন্তকারী অফিসার নিমাই চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না, তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।