কলমাকান্দায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় কেয়ার-জিএসকে সিএইচ ডবিস্নউ ইনিসিয়েটিভ প্রকল্পের অংশগ্রহণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কেয়ার এর যৌথ উদ্যোগে বড়খাপন পরিষদের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় কলমাকান্দার বড়খাপন পরিষদ হল রুমে ইউপি্থর চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ? এফপিআই অ্যাপেলো মজুমদারের সঞ্চালনায় অবহিতকরন আলোচনা সভায় সুনামগঞ্জ জেলার ৮৮টি ইউনিয়নের বাস্তবায়নের মাধ্যমে মা নবজাতক ও শিশু স্বা: উন্নয়নের বিষয়ে আলোকপাত করা হয় এরই প্রেক্ষিতে এবছর নেত্রকোনা জেলার দূর্গাপুর, মোহনগঞ্জ, কলমাকান্দা, মদন, খালিয়াজুরী এ ৫টি উপজেলার ৩৬টি ইউনিয়নের মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন ও সমপ্রসারণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই আলোকে উপজেলার বড়খাপন ইউনিয়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আয়োজন করা হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।