রূপগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার অপহরণকারী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী অন্তরা ঠাকুর (১৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৩টি হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ ১৫ মামলার আসামি ডাকাত সোলাইমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেফতারকৃত সোলাইমানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঐ রাতেই হাউলিপাড়া এলাকা থেকে অপহৃত কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সোলাইমান উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, হাউলিপাড়া এলাকার শ্রী মন্টু ঠাকুরের মেয়ে শ্রী অন্তরা ঠাকুর মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী। গত বুধবার দুপুরে শ্রী অন্তরা ঠাকুর কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে মুড়াপাড়া বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে শ্রী অন্তরা ঠাকুরকে ডাকাত সোলাইমানসহ তার সহযোগীরা জোরপুর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে শ্রী অন্তরা ঠাকুরের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিত্বে ডাকাত সোলাইমানকে মুড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।