সস্নো ওভার রেটের কারণে ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ হলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিষেধাজ্ঞা পেলেন তিনি। মঙ্গলবার (১৪ মে) ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে বোলিংয়ে এসে ইংল্যান্ড ৫০ ওভার শেষ করে চার ঘন্টার কাছাকাছি সময় নিয়ে। ওভার শেষ করতে নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিটের চেয়ে ২৯ মিনিট বাড়তি সময় নেয় মরগানের দল।
যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে মরগানকে নিষিদ্ধ করার। অবশ্য এই শাস্তি আসন্ন বিশ্বকাপে ভোগ করতে হচ্ছে না তাকে। আইসিসির নিয়ম অনুয়ায়ী সিরিজের নিষেধাজ্ঞা ও ডিমেরিট পয়েন্ট কোনো বৈশ্বিক আসরে কার্যকর হয় না।
রান বন্যার তৃতীয় ম্যাচটিতে অবশ্য জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের ৩৫৮ রানের সংগ্রহ ৩১ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে ইংলিশরা। এর আগে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একটি ম্যাচেও সস্নো ওভার রেটের অভিযোগ উঠেছিল মরগানের বিরুদ্ধে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ১৯ মে, লিডসে। ২৪ মে, ব্রিস্টলে হবে পঞ্চম ম্যাচ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।