সখীপুরে সংযোগ ছাড়াই বিদ্যুৎ বিল
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
সখীপুর (টাঙ্গাইল) থেকে জুয়েল রানা
টাঙ্গাইলের সখীপুরের তক্তারচালা পাটজাগ বাংলাবাজারের ওষুধের দোকানদার মোস্তফা কামালের ওষুধের দোকানে কোনো বিদ্যুৎ সংযোগই নেই, খুঁটির সঙ্গে তারের দেখাও মেলেনি, কখনো সংযোগ ছিলও না, তারপরেও ওই দোকানদারের নামে স্থানীয় বিদ্যুৎ বিভাগ ৩৮ হাজার ৭১ টাকার একটি বিদ্যুৎ বিল হাতে ধরিয়ে দেন।
সংযোগ না থাকলেও ওই বিলে ০২২৮০৮ মিটার নম্বরের বিপরীতে বর্তমানে ব্যবহৃত ইউনিট ৭৮২০ দেখানো হয়। এরই প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীর (বিক্রয় ও বিতরণ) কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শাহজাহানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে স্থানীয় বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী প্রকৌশলী মো. শাহজাহানের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সখীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।