দেশের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও নিয়ে এলেন কনা। তার নতুন গান 'খামোখাই ভালোবাসি'নির্মাণে ব্যয় হয়েছে ২০লাখ টাকা। ঈদের আকর্ষণ হিসেবে গানটি অচিরেই মুক্তি পেতে যাচ্ছে । কনার মিউজিক ভিডিও মানেই যেন অন্য কিছু। শুধু গান নয়, সারা বিশ্বেই গানের পাশাপাশি তারকা শিল্পীরা গুরুত্ব দিয়ে আসছেন মিউজিক ভিডিও-র ওপর। কনাও যেন সে পথেই হাঁটছেন। বৈচিত্রের অন্বেষণে হাঁটতে হাঁটতে কনা এবার পৌঁছেছেন এক দূর অতীতে। সেই ১৪ শতকের সেল্টিক যুগে, যখন গহীন জাদুময়ী জঙ্গলে এক রাজকন্যার সাথে ভালোবাসার দূত মিলিয়ে দেয় তার স্বপ্নের রাজকুমারকে! রাজকন্যার আগ্রহের অবসান ঘটে, সকল অপেক্ষার প্রহর শেষ করে সে কাছে গিয়ে দাঁড়ায় তার রাজকুমারের সামনে ।
সেই রাজকন্যা বেশে নিজেকে উপস্থাপন করতেই কনার লঙ্কাকা-! সিএমভি'র প্রযোজনা আর মোশন রক এন্টারটেইনমেন্ট এর কারিগরি সহায়তায় তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে ভিডিওটির শ্যুটিং শেষ হলো সমপ্রতি। একটানা ২২ঘন্টা শুটিংয়ে অংশ নিয়েছেন কনা। সোমেশ্বর আলির কথায় এবং সাজিদ সরকারের সংগীত পরিচালনায় 'খামোখাই ভালোবাসি' শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পনি আবেদিন। এর আইডিয়া, ক্রিয়েটিভ ডিরেকশন, পোশাক ও কোরিওগ্রাফিতেও ছিলেন পরিচালক নিজেই।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।