বিএনপি মহাসচিবের ওপর হামলা
আজ সারাদেশে বিএনপি'র বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে জেলা বিএনপি'র কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রুহুল কবির রিজভী বলেন, এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। বিরোধী দলের নেতারা যাতে পার্বত্য জেলায় পাহাড় ধসে সরকারের ব্যর্থতা সরজমিনে না দেখতে পারে, সেজন্য বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দের ওপর এই জঘন্যতম হামলা চালানো হয়েছে।
এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, হামলার প্রতিবাদে আজ সোমবার সারাদেশে জেলা ও মহানগর এবং ঢাকার সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঐ গাড়িবহরে থাকা বিএনপি'র ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল হাসেমও আহত হয়েছেন বলে অভিযোগ করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।