করোনা আমাদের একটি নতুন শব্দ উপহার দিয়েছে তা হলো- 'নিউ নরমাল'। বিশ্বব্যাপী চলমান সংকট সামলে নেয়ার পর সমাজে যে পরিবর্তন দেখা দেবে তাকে সমাজবিদরা 'নতুন স্বাভাবিক' জীবন হিসেবে কল্পনা করছেন। প্রত্যাশা করছেন নতুন পরিস্থিতিকে সঠিকভাবে কাজে লাগানোর।
করোনাভাইরাস মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শারীরিক, মানসিক, আর্থিক সবদিকের সীমাহীন অনিশ্চিয়তা মানুষকে ভীষণ শঙ্কায় ফেলে দিয়েছে। আগের মতো স্বাভাবিক জীবন ফিরে আসবে- এমন প্রত্যাশা সুদূর। তাই বলে স্বাভাবিক সময়ের অপেক্ষায় কোনো কিছুই আটকে থাকছে না। তবে বাস্তবতা ভিন্ন এবং কঠিন। আর পরিবর্তন অনিবার্য। কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে, পরিবর্তনের হাত ধরে যেসব নতুন সুযোগ আসবে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো।
পুনশ্চ : যদিও পরিবর্তনের সাথে মানিয়ে নেয়া কঠিন। তারপরও অনিবার্যকে জয় করাই যোগ্যতার প্রমাণ। যেমন ফরাসি কবি রুমি বলেছেন, 'গতকাল আমি চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি প্রাজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই।'
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।