পটিয়ায় জায়গা নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াশ ইউনিয়নে ১নম্বর ওয়ার্ড বুধপুরা কালু মেম্বারের বাড়িতে মৌরশী জায়গা দখলে বাধা দেয়ায় মো. আয়ুব ও মো. তৈয়ব নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম ও তাদের বৃদ্ধ মা জয়নাব খাতুনকে মারধর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার সময়
বুধপুরা কালু মেম্বার বাড়িতে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসার জন্য প্রেরণ করে। পটিয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহত মো. আয়ুবের মাথায় ১০ এবং মো. তৈয়বের মাথায় ৮টি সেলাই করা হয়েছে। পরে আহত অবস্থায় এঘটনায় মৃত মো. হারুনের পুত্র মো. আয়ুব বাদী হয়ে মো. ফেরদৌস, নুরুন্নাহার বেগম, মোছা. জনি আকতার, মোছা. নাজমা আকতারের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
থানার দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষের লোকজন মো. আয়ুবের ভোগদখলীয় মৌরশী জায়গা দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ৮টার সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আয়ুবের দখলীয় জায়গায় অনধিকার প্রবেশ করে টিন শেডের ঘর নির্মাণের চেষ্টা চালায়। তাদের এ কাজে মো. আয়ুব বাধা দিলে কিরিচ দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে বড় ভাই মো. তৈয়ব তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে-পিটিয়ে জখম করে বলে অভিযোগ সূত্রে প্রকাশ। এছাড়াও বিবাদীরা মো. আয়ুবের বৃদ্ধ মা জয়নাব খাতুনকে মারধর করে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।