পার্বতীপুরে সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ, তদন্ত শুরু
পার্বতীপুর (দিনাজপুর) থেকে মো. মিজানুর রহমান মিজান
দিনাজপুরের পার্বতীপুর সহকারী সেটেলমেন্ট অফিসার এনায়েতুর রহমানের বিরুদ্ধে রেকর্ড বাতিলের হুমকি দিয়ে ঘুষ নেয়ার ঘটনায় ভূমি ও রেকর্ড অধিদপ্তরের মহা-পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছেন শেখ শাহিনুর ইসলাম নামে সাবেক এক সেনা সদস্য। তার অভিযোগ নিয়মানুযায়ী জমির সকল কাগজপত্রের পাশাপাশি রেকর্ড থাকার পরেও তা বাতিল করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন ওই কর্মকর্তা। এ ঘটনায় গতকাল সোমবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সেনা সদস্যের স্ত্রী মোছা. আমেনা খাতুন ধোবাকল মৌজার কেস নম্বর ১২৬৯/১৫, ১২৭০/১৫, ১২৭১/১৫, ১২৭৩/১৫ আপিল মামলা তফসিল বর্ণিত জমি দলিলমূলে ক্রয় করেন।এর পর আমেনা খাতুন নিজের নামে নামজারি করে শান্তিপূর্ণভাবে ভোগদগখল পাশাপাশি ৩০ ধারায় রেকর্ডপ্রাপ্ত হন। তবে গত ২২/১/২০২০ তারিখে হয়রানিমূলকভাবে ৩০ ধারার বিরুদ্ধে আপিল করেন প্রতিপক্ষ। সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপিল কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমানকে বিষয়টি অবগত করা হলেও শুনানি শেষে আদেশ না দিয়ে দীর্ঘদিন যাবত ফেলে রাখেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর মামলার বিষয়ে জানতে চাইলে এনায়েতুর রহমান ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দিলে স্ত্রী আমেনা খাতুনের নামীয় রেকর্ড বাতিলের হুমকি দেন তিনি। অবশেষে সেনা সদস্য তার পরিচয় দিলে ১ লাখে কাজ করতে রাজি হন। তাৎক্ষণিক ৮ হাজার টাকাও নিয়েছেন ওই কর্মকর্তা। বাকি ৯২ হাজার টাকা দেয়ারও সময় বেঁধে দেন তিনি। এদিকে, সময় অতিবাহিত হওয়ায় প্রতিপক্ষের নিকট মোটা অংকের উৎকোচের বিনিময়ে আমেনা খাতুনের রেকর্ড বাতিল করেছেন সহকারী সেটেলমেন্ট অফিসার এনায়েতুর রহমান। এ ঘটনায় প্রতিকার চেয়ে সেনা সদস্য গত ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার জোনাল সেটেলমেন্ট অফিসার সামসুল আজম তদন্ত কাজ শুরু করেছেন
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।