রামপালে মাদরাসা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফাযিল ও কামিল মাদরাসার অধিভুক্তির দূরত্ব সংক্রান্ত বিধিমালার ২ এর ২ (ক) ধারার লঙ্গনপূর্বক রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মাত্র ৪ কিলোমিটারের মধ্যে শরাফপুর কারামতিয়া আলিম মাদ্রাসার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ফাযিল (স্নাতক) পর্যায়ে পাঠদানের অনুমতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে অস্বীকৃতি জানাবার জন্য ইসলামাবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মকবুল হোসেন খানের পদত্যাগের দাবি জানিয়ে শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মাদ্রাসা ক্যাম্পাস ও সংলগ্ন রাস্তায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ, এলাকাবাসী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। জানা গেছে, আরবি বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) মাদ্রাসা পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী কর্তৃক ৯ মে স্বাক্ষরিত এক অফিস আদেশে ইসলামাবাদ ফাযিল মাদ্রাসার মাত্র ৪ কিলোমিটারের মধ্যে অবস্থিত শরাফপুর আলিম মাদ্রাসাকে ফাযিল (স্নাতক) পাঠদান কার্যক্রমের অনুমতি প্রদান করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে শনিবার বেলা ১১টায় ইসলামাবাদ ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভা কমিটির সহ-সভাপতি আলহাজ নূরুজ্জমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিয়মবহির্ভূত এ অনুমোদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কমিটির সদস্যবৃন্দ অনুরোধ জানালে অধ্যক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান। তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হয়ে কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে। মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি আলহাজ এসএম নূরুজ্জামন মঞ্জু, শিক্ষানুরাগী সদস্য আলহাজ এসএম নূরুল হক কচি, সদস্য ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম, আ. খালেক প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।