দুর্বল হচ্ছে হারিকেন ফ্লোরেন্স
জনতা ডেস্ক
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা হারিকেন ফ্লোরেন্স কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি চার থেকে ক্যাটাগরি তিনে নেমে এলেও, এখনও যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার। স্থানীয় সময়, বৃহস্পতিবার রাতে এটি ক্যারোলাইনা উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে, এখনও জলোচ্ছ্বাস এবং ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকায়, উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দা ও স্থানীয় কর্তৃপক্ষ। জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।
স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন ফ্লোরেন্স এর হাত থেকে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে, এভাবেই নিজ ঘরবাড়ি রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাঠবোর্ড লাগিয়ে বন্ধ করে দিচ্ছেন দরজা-জানালা। তবে তীব্র ঝড়ের কবলে পড়লে আদৌ কোন বাড়ি ঘর টিকবে কিনা, তা নিয়ে সন্দিহান তারা। অনেকেই আবার, ঝুঁকিপূর্ণ এলাকায় থেকেই দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা জানায় কর্তৃপক্ষ আমাদের বারবার এখান থেকে সরে যেতে বলছে। যদিও, পরিস্থিতি আদৌ কতোটা ভয়াবহ হবে, সে সম্পর্কে আমাদের কোন ধারণা নেই।
আমরা সবাই শঙ্কিত। আমার স্ত্রী, সন্তান, সবাই এখানে আছে। দুর্যোগের সময় পরিস্থিতি খারাপ হলে, আমরা এখান থেকে চলে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুধবার জর্জিয়া অঙ্গরাজ্যে নতুন করে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।