গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলায় পাটের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৬ শ' ৩৯ মণ পাট। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান।
ক্ষতিগ্রস্থ পাট গুদামের মালিক মোসলেম উদ্দিন জানান, গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এ সময় গুদামে থাকা ১৪শ মণ পাটের মধ্যে আট থেকে নয়্ ৯শ মণ পাট উদ্ধার করা হয়েছে বাকী পাট পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।