অবশেষে যশোর শিক্ষা বোর্ডের বহুল বিতর্কিত সচিব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার স্থলে যোগদান করছেন খুলনা সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. তবিবার রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে যশোর
শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করে। স্ট্যান্ড রিলিজ অর্ডারে ১১ অক্টোবরের মধ্যে তাকে নতুন কর্মস্থল খুলনা সরকারি কলেজে যোগদান করার কথা বলা হয়েছে। একইদিন খুলনা সরকারি বিএল কলেজের প্রফেসর মো. তবিবার রহমানকে সচিব হিসেবে যশোর শিক্ষা বোর্ডে যোগদানের কথা।
উল্লেখ্য, সচিব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের বিরুদ্ধে বোর্ডের কম্পিউটার ক্রয়ে দুদকে দুর্নীতির মামলা, টেন্ডার জালিয়াতিসহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে। গতকাল বুধবার উক্ত সচিব যশোর শিক্ষা বোর্ড থেকে সব অপকর্মের ফাইল সরিয়ে নেয়ার সময় কর্মচারীরা তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং অপকর্মের সব ফাইল বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেয়ার দাবি জানায়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।