সাদুল্যাপুরে দুই ছাত্রকে পাচারকালে আটক ১
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুই স্কুলছাত্র পাচারকালে রাজু মিয়াকে (৪৫) আটক করেছে স্থানীয় জনতা। মানব পাচার চক্রের সদস্য রাজু মিয়া উপজেলার কিশামত দুর্গাপুর কালাটু মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দকোমর পুর ঝাউলার বাজার এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাচারকারী শিশু খোর্দ্দকোমর পুর গ্রামের আউয়ালের ছেলে শাওন (১২) ও ভাতগ্রাম কৃষ্ণুপুর গ্রামের শেক সাদীর
ছেলে সৌমিক (১১)। তারা উভয়ী ঝাউলার বাজার মডেল কিন্ডার গার্টেনের ৫ম শ্রেণীর ছাত্র। শিশু শাওন বলে আমরা দুজন নৈশ্যকালীন কোচিং বিরতির সময় বাজারে নাস্তা করার জন্য বের হলে, গেটের সামনে লোকটিকে দেখতে পাই। তিনি আমাদের দেখে ডাক দেয়, আমার দু'জনে তার কাছে যাই, তিনি বলেন, তোমরা আমার সাথে এদিকে আসো আমি বয়ঃসন্ধির চিকিৎসা জানি তোমাদের সমস্যা আছে একটা গাছের পাতা খেলে এই সব রোগ ভাল হবে, এই কথা বলে পাতা খুঁজতে খুজতে বিদ্যালয়ে থেকে ৫শ গজ দূরে চলে যায়। কিছুক্ষণ পর পাচার কারী রাজু বলে এখানে পাতা নেই আরো এদিকে আসো। ইতিমধ্যেই কোচিং পরিচালক রবিউল ইসলাম রুবেল ছাত্র দুজনকে খুঁজতে থাকে। হঠাৎ বিলের ভিতর ধানের জমিতে সৌমিক এবং শাওনকে দেখতে পেয়ে এগিয়ে গেলে পাচারকারী রাজু দৌড় দেয়। পিছনে পিছনে ধাওয়া করে জনগন রাজুকে আটক করে পুলিশকে খবর দিলে পাচার কারী রাজুকে সাদুল্যাপুর থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।