পদত্যাগ করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, ছয় মাস আগেই সরে দাঁড়ানোর কথা তাকে জানিয়েছিলেন হ্যালি। চলতি বছরের শেষে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। তবে নিকি হ্যালির আকস্মিক পদত্যাগে বিস্মিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অন্যতম নিকি হ্যালি। সাউথ ক্যারোলাইনায় দীর্ঘ সময় গভর্নরের দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনে জয় লাভের পর নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীত করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্ত বিশ্ব দরবারে দৃঢ়ভাবে তুলে ধরেন হ্যালি। তবে তার এই পদত্যাগের ঘোষণায় বিস্মিত অনেকেই। অবশ্য ট্রাম্প জানিয়েছেন, ছয় মাস আগেই পদত্যাগের পরিকল্পনার কথা তাকে জানিয়েছিলেন হ্যালি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, জাতিসংঘে দূত হিসেবে হ্যালি অসাধারণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি আমাদের সঙ্গে আছেন। কয়েক মাস আগে, তিনি আমাকে বলেছিলেন এ বছরের শেষে তিনি কিছু সময়ের জন্য বিরতি চান। এছাড়া আট বছর সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবেও সফল ছিলেন তিনি। আমরা এক সঙ্গে অনেক সমস্যাই সমাধান করেছি। পদত্যাগপত্র গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মার্কিন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা। বলেন, দেশের জন্য কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, যুক্তরাষ্ট্রের গত দুই বছরের পররাষ্ট্র নীতির দিকে তাকান। এখন যুক্তরাষ্ট্র মর্যাদা পাচ্ছে। অনেক দেশ আমাদের কাজ পছন্দ না করলেও সম্মান করে। আমরা যা বলি তা বাস্তবায়ন করি। সেটা হোক সিরিয়ার রাসায়নিক অস্ত্র বা ন্যাটোভুক্ত দেশগুলোর তাদের অর্থ পরিশোধের বিষয়।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে হ্যালির পদত্যাগের পরপরই গুঞ্জন উঠে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন তিনি। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে হ্যালি জানান, ট্রাম্পের নির্বাচনি প্রচারে তার কাজ করার আগ্রহের কথা। চলতি বছর এপ্রিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এক মাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন শেষে এলো তার পদত্যাগের ঘোষণা।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।