অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) নেতৃবৃন্দ। নবম ওয়েজবোর্ড ঘোষণাসহ ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের কোষাধ্যক্ষ মো. তাজাম্মল হক।
সমাবেশে বক্তারা অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন, বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা ও দ্য নিউজপেপার এমপ্লয়ীজ (কন্ডিশন্স অব সার্ভিস) এ্যাক্ট-১৯৭৪ পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের জন্য দুঃস্থ কল্যাণ ট্রাস্ট গঠন, শ্রমিক-কর্মচারীদের জন্য নিজস্ব অফিস ভবন ও আবাসন সমস্যা সমাধান, সংবাদপত্র শিল্পে সকলের জন্য সমান সুযোগ, ছাঁটাই বন্ধ করা, ছাঁটাইকৃতদের ন্যায্য পাওনা, কর্মচারীদের স্থায়ী নিয়োগপত্র প্রদানসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানান। ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান, প্রেস ফেডারেশনের সাবেক মহাসচিব ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি বজলুর রহমান মিলন, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের মহাসচিব মো. কামাল উদ্দিন, প্রেস ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম সারোয়ার আজাদ, প্রেস ফেডারেশনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী খান, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সম্পাদক মো. আবু জাফর, বাসস ইমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো. কামারুল হক, সেক্রেটারী মো. খালিদসহ মো. শহিদুল ইসলাম প্রামানিক, মো. মান্নান ও জানে আলম সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ চলাকালীন সংবাদপত্র শিল্পে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতী পালন করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক-কর্মচারীদের প্রাণের দাবি ১০ দফা অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে পরবর্তি কর্মসূচি ঘোষণা করেন সভাপতি মো. মতিউর রহমান তালুকদার।
এদিকে অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ নিউজপেপার মিডিয়া কম্পিউটার এমপ্লয়িজ এসোসিয়েশন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজনে উক্ত কর্মসূচিতে রাজধানীতে কর্মরত সকল সাংবাদিক ও সংবাদকর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।