চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমেছে
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে ২ মাস ধরে চড়া ছিল সবজির বাজার। তবে মৌসুমি সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় চলতি সপ্তাহে দাম কিছুটা কমেছে। গত শুক্রবার নগরের রিয়াজউদ্দিন বাজার ও চকবাজার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে কয়েকটি সবজির দাম।
বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ টাকায়। টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ৮৫ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, মুলা ৩০-৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, বেগুন ৪৫-৫০ টাকা, গাজর ৮০ টাকা, শসা ৫৫ টাকা, লাউ ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৪০ টাকা, তিতকরলা ৫৫ টাকা, কাঁচা পেঁপে ৩৫ টাকা, ঝিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে খাসির মাংস ৭৫০-৮০০ টাকা, হাঁড় ছাড়া গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এদিকে মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, কাতাল ২৮০ টাকা, গলদা চিংড়ি আকার ভেদে ৩৫০ থেকে ৯০০ টাকা, রূপচাঁদা ৬০০ টাকা, পাবদা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।