মদনে তৃণমূলে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মেয়র শামীম
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদন পৌর সভায় আসন্ন পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগের পৌর তৃণমূল সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তৃণমূলে ভোটে তাকে সমর্থন দেয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, জেলা পরিষদ সদস্য একে এম সাইফুল ইসলাম হান্নান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ছদ্দু, মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ মেয়র পদ প্রার্থীগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।