প্রাইমারির ন্যায় শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত দেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে গত ১৫ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছে শিক্ষকরা। গতকাল রোববার সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। কিন্তু কদম ফোয়ারার কাছে যেতেই পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকদের ৩ জন প্রতিনিধি স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। আর বাকিরা সেখানেই সমাবেশ করেন। প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে সমাবেশ থেকে ঘোষণা দেন। শিক্ষক সমিতির দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। ২০১৮ সালে আমাদের ধর্মঘট ও অনশন চলাকালে সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের সচিব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজো তা বাস্তবায়ন হয়নি। তাই জাতীয়করণের দাবিতে চলতি মাস থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষকদের অন্য দাবিগুলো হলো-কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক ১জনের পরিবর্তে এইচএসসি পাস ১ জনের অন্তর্ভুক্তকরণ, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ। ধর্মঘটে শিক্ষক মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সহ-সভাপতি মাওলানা শাহজাহানসহ পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষক উপস্থিত ছিলেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।