মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম আবদুল হান্নান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল বিষয়টি নিশ্চিত করেছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হান্নান খান স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম আব্দুল হান্নান খান। এক শোক বার্তায় বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার তদন্তসহ দায়িত্ব পালনে হান্নান খানের নিষ্ঠা ও দক্ষতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সানাউল হক গতকাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার হান্নান খানের জ্বর আসে। সেদিনই করোনাভাইরাসে পরীক্ষা করালে পজেটিভ আসে। জ্বর বেড়ে গেলে তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে গত দুদিন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু গতকাল সকাল থেকে হঠাৎ করে অবস্থার অবনতি হতে শুরু করে। পৌনে একটার সময় তিনি মারা যান। মাস খানেক আগে হান্নান খানের ব্রেইন স্ট্রোক করেছিলেন। তবে সেটা থেকে সেরে উঠে বাসায় বিশ্রামেই ছিলেন। সানাউল বলেন, উনার 'ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক' হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হান্নান খান পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে অবসরে যাওয়ার পর ২০১১ সালের ১২ জানুয়ারি তাকে আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।