নির্বাচিত নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ঢাকা দক্ষিণ থানা-ওয়ার্ড আ'লীগ
স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ ২য় তলা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় নগরের শীর্ষ দুইনেতাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতারা। প্রথমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন থানা-ওয়ার্ড নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও ডাক্তার দিলিপ কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, দফতর সম্পাদক গোলাম রাব্বানী বাবলু ও সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাসেলসহ আরো অনেকে।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে দক্ষিণের সভাপতি করা হয় আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক করা হয় হুমায়ুন কবিরকে। এর আগে ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা, ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নির্দেশিত পথে নতুন কমিটিতে নেতাদের স্থান দেয়া হবে বলেন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ মন্নাফি। তিনি বলেন, কোনোভাবেই বিতর্কিত নেতাদের স্থান পাওয়ার সুযোগ নেই। তাছাড়া দলীয় প্রধানের বিতর্কিত নেতাদের তালিকায় থাকা নাম বর্জন করে কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ত্যাগী ও নিবেদিত নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে। তবে নতুন কমিটিতে বাদ পড়বেন স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটিতে স্থান পাওয়া ও অনিয়মের মাধ্যমে কমিটি গঠনের সাথে জড়িতরা। ক্যাসিনো সম্পৃক্ততা, চাঁদা ও টেন্ডারবাজি, অনুপ্রবেশকারী, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মে জড়িতদের স্থান হবে না পূর্ণাঙ্গ কমিটিতে।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।