চকরিয়ায় জমি জবর দখলে নিতে ১শ গাছ কেটে লুট
কক্সবাজার থেকে মো. আবদুল মতিন চৌধুরী
চকরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলে নিতে প্রায় ২লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ১শত গাছ লুট করা হয়েছে। ৪ডিসেম্বর সকাল ৮টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী রওশন আলী পাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
এনিয়ে জমি মালিক পূর্ববড়ভেওলা ৮নং ওয়ার্ডের কবির বাপেরপাড়া এলাকার মৃত নুর আহমদের পুত্র মুক্তিযোদ্ধা হাজী আবুল কাশেম (৭৫) বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজন আসামি
করে একইদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন; ৩নং ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের পুত্র আমির হোসেন (৫০), মৃত বদি আলমের পুত্র হেলাল উদ্দিন (৪৫) ও মৃত আবদুল করিমের পুত্র আমির হোসেন (৪০)।
বাদীর দায়েরকৃত অভিযোগে জানা গেছে, হাজী রওশন আলী পাড়া গ্রামে বাদী মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পৈত্রিক মালিকানাধীন ও দীর্ঘদিনের ভোগ দখলীয় ১৮শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। গাছের আকৃতি একটু বড় হলে গাছসহ জমির প্রতি লুলোপ দৃষ্টি পড়ে অভিযুক্তদের।
সর্বশেষ ঘটনারদিন ৪ডিসেম্বর সকালে অভিযুক্তরা ২লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রায় ১০০টি মেহগনি, ম্যালেরিয়া (ইউকিপ্টাস)অষ্ট্রেলিয়া, একাশি, বেলজিয়াম গাছ কেটে লুট করে এবং জমি থেকে অন্তত ৫০ হাজার টাকা পরিমানের মাটি কেটে নিয়ে যায়। এমনকি অভিযুক্তদের বাধা দিলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এনিয়ে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন বলে জানান মুক্তিযোদ্ধা আবুল কাশেম এবং আইনী সহায়তা কামনা করেন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।