বাড়ি যাওয়ার চেয়ে নিজের জীবনটা বাঁচানো অনেক জরুরি
নৌপরিবহণমন্ত্রী
মানিকগঞ্জ থেকে আলো খান ও এ.বি.খান বাবু
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যাত্রীদের সাবধান হতে হবে। শুধু সরকার ও প্রশাসন সব কিছু করে দিবে না নিহতদের ও ভেবে চিন্তে ওভার লোড লঞ্চে উঠতে হবে। বাড়ি যাওয়ার চেয়ে নিজের জীবনটা বাঁচানো অনেক জরুরি। প্রত্যেক লঞ্চে নিচে ওভার লোড লেভেল দেয়া আছে। লেভেল ক্রস করলে দুর্ঘটনা ঘটতে পারে। লেভেল দেখে লঞ্চে উঠবেন।
তিনি গত শনিবার বিকেল চারটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখী যাত্রী সাধারণ ও যানবাহণ চাপ সামাল দিতে বিআইডবিস্নউটিসি ও স্থানীয় প্রশাসনের গৃহীত ব্যবস্থা পরিদর্শনে এসে পাটুরিয়ার ৩নং ঘাটে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদের সময় একটু বেশি যানবাহনের চাপ পড়বেই। আমাদের দেশে গার্মেন্টসগুলোতে ঈদের আগেরদিন ছুটি দেয়। এ কারণে একটি দিনে লঞ্চ, ফেরি, গাড়ি, ট্রেনে সবখানে চাপ পড়ে। এই চাপ সামাল দিতে আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, এ নৌরুটে ১০টি রো রো ও তিনটি কে-টাইপ বরাদ্দ আছে। আজ বিআইডবিস্নউটিসি'র ফেরি বহনে আরও দু'টি কে-টাইপ ফেরি যোগ হবে। নৌরুটের চাহিদা অনুযায়ী সেগুলো চলাচল করবে। মন্ত্রী বলেন, ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও স্কাউট দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ৭০ বছর পরে এই প্রথম বাংলাদেশে নতুন দু'টি স্টিমার আনা হচ্ছে। আগামী কোরবানি ঈদের আগেই নতুন স্টিমার বরিশালে চলাচলের জন্য দেয়া হবে। পাটুরিয়া-ঢাকা সড়কে ১২টি ডাবল ডেকার বিআরটিসি বাস চলাচল শুরু না হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পাবলিক পরিবহণ নীতিমালা বিস্তারিত উল্লেখ না করে বলেন, সরকারের পাবলিক পরিবহন নীতিমালা অনুযায়ী বাস চালু করা হবে। এ সময় অন্যদের মধ্যে বিআইডবিস্নউটিসি চেয়ারম্যান মজিবুর রহমান, জিএম (মেরিন) শওকত সর্দার, মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শিবালয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, ইউএনও একেএম গালীভ খান, বিআইডবিস্নউটিসি'র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহাদত হোসেনসহ বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এরআগে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন মন্ত্রী।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।