জনগণের বডি ল্যাঙ্গুয়েজ সরকারের বিপক্ষে চলে গেছে : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
জনগণের বডি ল্যাঙ্গুয়েজ সরকারের বিপক্ষে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের কটূক্তি ও ছাত্রনেতা সিরাজুল ইসলাম সিরাজকে হত্যাচেষ্টার প্রতিবাদে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। ফখরুল বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা বলছেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ নাকি তাদের ভালো লাগছে না। তাদের বলতে চাই, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখার দরকার নাই। জনগণের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। তাদের সব ল্যাঙ্গুয়েজ আপনাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এর আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জয় প্রসঙ্গে ফখরুলের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনায় বলেন, ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ বীভৎস লাগছে। ফখরুল বলেন, এই সরকারের সাড়ে চারটি বছর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, সরকার যতো কলাকৌশল করুক, কোনো লাভ হবে না। জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তিনি বলেন, ছাত্রদলের সামনে দেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরতে হবে, তারাই আগের মতো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ফখরুল বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় সিরাজের মতো মেধাবীকে যেভাবে গুলি করে মেরে ফেলতে চেয়েছে তাতে মনে হয়, এরা কি কোনো মেধাবীকে প্রতিবাদ করতেও দেবে না? দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে গণতন্ত্র রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ সজলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।